জেনে নিন Solve-A-Thon17 এ রেজিস্ট্রেশন করে আইডিয়া জমা দেয়ার প্রদ্ধতি

সারাদেশে শুরু হয়েছে “ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭” । সেই সাথে চলছে Solve-A-Thon17 এর রেজিস্টেশন। আপনি কিভাবে Solve-A-Thon17 এ রেজিস্ট্রেশন করে আপনার আইডিয়া জমা দিতে পারেন নিচের ভিডিও থেকে দেখে নিতে পারেন।

Untitled-1Solve-A-Thon 2017 একটা কম্পিটিশন। তোমরা যারা তরুণ, উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে কাজ করো,মাথার মধ্যে হাজার টা আইডিয়া নিয়ে ঘুরতেছো, মনে হয় একটু সুযোগ আর সহযোগিতা পেলে এই পৃথিবীকে,এই সমাজকে বদলে দিয়েেএকটা পজিটিভ পরিবর্তন আনতে পারবে, দেশটাকে সুন্দর করে সাজাতে পারবে, ছোট ছোট প্রচেষ্টা দিয়েই দূর করতে পারবে জনগণের নানা দূর্ভোগ, প্রচলিত নিয়ম ভেঙ্গে দিয়ে তৈরি করতে পারবে বিজ্ঞান সম্মত আধুনিক পদ্ধতি যা হবে আগের তুলতায় আরো বেশি গতিশীল, কম খরচের কিন্তু অনেক বেশি কার্যকর। এটা তোমাদের কম্পিটিশন।

একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্বিক তত্বাবধানে Solve-A-Thon 2017 এর জন্য আইডিয়া জমা দেয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।

কি প্রস্তুত আছো তো তোমরা দারুন সব আইডিয়া নিয়ে, যে গুলো বাস্তবায়ন করেই তৈরি হবে আমাদের সুন্দর আগামী। তাহলে আর দেরি কেন আজই রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করতে ভিজিট করো www.ilab.gov.bd

আর তোমাদেরকে প্রতিযোগিতায় প্রস্তুত হতে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য রয়েছে

www.curious7.com
কিউরিয়াস সেভেন ফেসবুক গ্রুপ
সমস্যা তোমার, সমাধান আমাদের
Auamy Technology R&D Center
Curious7 ভেরিফায়েড কম্পোনেন্ট পার্টনার http://projectshopbd.com/

এসো সবাই অংশ গ্রহণ করি। আর নিজেদের হাতে রচনা করি আমাদের সুন্দর আগামী।

মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

সর্বশেষ প্রকাশিত