জব সিকিউরিটি – কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য

জব সিকিউরিটি বিষয়টি প্রাইভেট প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা প্রশ্ন সব সময় উকি দেয় ” যদি চাকরিটা চলে যায়, কি হবে? ” বলতে পারেন আপনি কখন আশ্বস্ত হবেন প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করার পরও আপনার ক্যারিয়ারটা সিকিউড।
 যদি ক্যারিয়ারের সিকিউরিটি নিশ্চিৎ করতে হয় তাহলে সেই সার্টিফিকেটটা আপনি নিজেই নিজেকে দিতে পারেন

কিভাবে?

 
আপনি যে কাজটি করেন সেই কাজটিতে অসাধারণ হয়ে ওঠার চেষ্টা করুন। সব সময় এমন কিছু ভ্যালু এড করুন যা আপনার সমপর্যায়ের অন্য কেউ সাধারণত করে না। নিজের প্রফেশনাল পরিচিতি বৃদ্ধি করুন। যখন যে প্রতিষ্ঠানে কাজ করেন কাজের বিপরীতে কত টাকা স্যালারী পাচ্ছেন সেটাকে গুরুত্ব না দিয়ে কাজটিকে ফোকাস করুন। দিন শেষে নিজেকে নিজে মূল্যায়ন করুন। অন্তত এক বছর কাজ করলে বুঝতে পারবেন কতটুকু কাজ করলে আপনি আপনার পজিশনে স্টাবল থাকতে পারবেন। ঐ পরিমান কাজ করার পর বাকী প্রচেষ্টা দিয়ে নিজের স্কিল বাড়ানোর জন্য এবং নতুন কিছু ভ্যালু এড করার জন্য কাজ করুন। যতদিন পর্যন্ত জব সিকিউরিটি নয় বরং নিজের ক্যারিয়ারের সিকিউরিটির সার্টিফিকেটটা নিজেকে দিতে না পারছেন ততদিন বিনোদন বা অবসরকে না বলুন।
 
শিঘ্রই লক্ষ করবেন প্রফেশনাল পরিমন্ডলে প্রতিষ্ঠানের জন্য একজন অপরিহার্য ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের প্রয়োজনেই আপনার জবটা সিকিউড হয়ে যাবে। আর সব কিছুর পরও যদি সত্যিই চাকরিটা চলে যায় তাহলে কোন সমস্যা নেই আপনার পরিচিতি আর স্কিল নতুন কোন ঠিকানায় অাপনাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অভ্যর্থনা জানাবে।

মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

বিভাগ সমূহ
সম্প্রতি প্রকাশিত
পাঠকের মতামত
আর্কাইভ