পি এইচ পি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (পর্ব-১) – পি এইচ পি শেখার দিনলিপি

পি এইচ পি (PHP) একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যাকে হাইপারটেক্সট প্রিপ্রসেসর (Hypertext Preprocessor) বলা হয়। এটি একটি ওপেন সোর্স  ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ায় ডাইনামিক এবং ইন্ট্রাকটিভ ওয়েব সাইট তৈরির জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় ল্যাঙ্গুয়েজে পরিনত হয়েছে। 

বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) গুলোর বেশিরভাগই পি এইচপি ব্যবহার করে তৈরি যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল, ম্যাজেন্টো ইত্যাদি।

পি এইচ পি তে লেখা কোড এইচ টি এম এল (HTML) এর সাথে এমবেড করে ব্যবহার করা যায়।  পি এইচ পি ব্যবহার করে ই-কমার্স, ব্যাংকিং ম্যানেজমেন্ট, ইনভেনটরি ম্যানেজমেন্ট সহ প্রায় সকল প্রকার ওয়েব সাইট তৈরি করা যায় যেখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিৎ করতে হয়।

পি এইচ পি ব্যবহার করে সহজে বিভিন্ন ধরনের ডাইনামিক ওয়েব সাইট তৈরি করার জন্য অনেকগুলো জনপ্রিয় ফ্রেমওয়ার্ক রয়েছে যেমন লারাভেল, সিম্ফনি, কেক-পিএইচপি,কোডিগনাইটার, জেন্ড ফ্রেমওয়ার্ক ইত্যাদি।  

পি এইচ পি কেন শিখবেন?

  • আপনি যদি একজন একজন ওয়েব ডেভেলপার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান।
  • নিজের জন্য বা ক্লায়েন্ট এর চাহিদা অনুযায়ী সকল প্রকার ডাইনামিক ওয়েব সাইট তৈরি করতে চান।
  • ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল এর মতো জনপ্রিয় CMS গুলোর থিম, টেমপ্লেট এবং প্লাগিনস্ তৈরি করে নিজস্ব কিংবা প্রতিষ্ঠিত অনলাইন মার্কেটপ্লেস সমূহে বিক্রি করতে চান।
  • ফ্রিল্যান্সার হিসেবে দেশি বিদেশী বিভিন্ন প্রজেক্টে কাজ করতে চান ।

পি এইচ পি শেখার পূর্ব প্রস্তুতি:

  • পিএইচ পি শেখার পূর্বে বেসিক এইচ টি এম এল (HTML) শিখে নেয়া উচিৎ কারন পিএইচ পি এইচ টি এম এল এর সাথে এমবেড করে ব্যবহার করা হয়।
  • পিএইচ পি যেহেতু একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাই অন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন প্রোগ্রামিং সি বা সি প্লাস প্লাস সম্পর্কে কিছুটা ধারনা থাকলে সুবিধা হবে কিন্তু তা বাধ্যতামূলত নয়। এমনকি পিএইচ পি দিয়েই যেকারো জন্য প্রোগ্রামিং এ হাতেখড়ি হতে পারে।

মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

বিভাগ সমূহ
সম্প্রতি প্রকাশিত
পাঠকের মতামত
আর্কাইভ