সি ল্যাঙ্গুয়েজ প্রথম পর্ব

আপনাদের সকলকে কিউরিয়াস সেভেন এ সি ল্যাঙ্গুয়েজ এর বাংলা টিউটোরিয়াল এ স্বাগত।আমরা যারা প্রোগ্রামিং শিখতে চাই তাদের জন্য সবথেকে ভাল উপায় সি দিয়ে সুরু করা।সি জানা থাকলে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য ল্যাঙ্গুয়েজ শেখাটাও সুবিধাজনক হয়ে যায়। অনেকেই ভাবেন যে সি আমরা শিখব কেন?সি কোথাই কাজে লাগে?তাদের জন্য এই ভিডিও টা।এখানে আপনারা জানতে পারবেন সি ল্যাঙ্গুয়েজ এর ঠিক রিয়াল অ্যাপ্লিকেশান গুল কি কি? আর সি এর হিস্ট্রি।আপনাদের সাথে আমি সন্দিপ রাই।আসুন সুরু করা যাক।

২টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

সর্বশেষ প্রকাশিত