এটুআই ইনোভেশন ল্যাব রোবটিক অবজারভেটরির মাধ্যমে আকাশ এবং চাঁদ পর্যবেক্ষণ কার্যক্রম চলছে

এটুআই ইনোভেশন ল্যাব রোবটিক মানমন্দিরের মাধ্যমে আকাশ এবং চাঁদ পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। লাইভ চাঁদ দেখতে এবং আপডেট পেতে চোঁখ রাখুন
https://www.facebook.com/a2ilab/
https://www.facebook.com/groups/a2ilab/ এবং
http://ilab.gov.bd এ।

প্রতিদিন সন্ধা ৬:০০ থেকে রাত ৯:০০ পর্যন্ত আপনাদের সাথে আকাশ এবং চাঁদ পর্যবেক্ষণ কার্যক্রম নিয়ে থাকবেন এটুআই রোবটিক অবজারভেটরি টিম।

এই কার্যক্রমের মাধ্যমে আপনি ঘরে বসেই এটুআই ইনোভেশন ল্যাবের রোবটিক অবজারভেটরির মাধ্যমে আকাশের বিভিন্ন গ্রহ উপগ্রহের অবস্থান, চাঁদের অবস্থান, চাঁদের গতিপথের লাইভ সিমুলেশন পর্যবেক্ষণ করতে পারবেন এবং চাঁদের উপস্থিতির স্বাপেক্ষে সরাসরি চাঁদ দেখতে পারবেন, যা বাংলাদেশে এই প্রথম।

এই কার্যক্রমে আপনিও আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনার মতামত কৌতুহল এবং অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে পারেন।

#চাঁদ_খুঁজি_চাঁদ_খুঁজি_চাঁদ_দেখে_ঈদ_করি
#a2iLab
#a2i_innovation_Lab
#Find_The_Moon
#a2i_Robotic_Observatory

মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

বিভাগ সমূহ
সম্প্রতি প্রকাশিত
পাঠকের মতামত
আর্কাইভ