আপনাদের সকলকে কিউরিয়াস সেভেন এ সি ল্যাঙ্গুয়েজ এর বাংলা টিউটোরিয়াল এ স্বাগত।আমরা যারা প্রোগ্রামিং শিখতে চাই তাদের জন্য সবথেকে ভাল উপায় সি দিয়ে সুরু করা।সি জানা থাকলে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য ল্যাঙ্গুয়েজ শেখাটাও সুবিধাজনক হয়ে যায়।এই ভিডিও তে আমরা কিছু বেসিক জিনিস একবার ঝালিয়ে নেব কম্পিউটার সম্বন্ধে।আসুন শুরু করি।আপনাদের সাথে আমি সন্দিপ রাই।
মন্তব্য নেই
আপনার মন্তব্য লিখুন