AVR মাইক্রোকন্ট্রোলার বাংলা ভিডিও টিউটোরিয়াল (পর্ব-৪) :: [ আউটপুট পোর্টের কোন পিনকে লজিক হাই করার নিয়ম ]

microcontroller

সিঙ্গেল চিপ মাইক্রোকম্পিউটারকে মাইক্রোকন্ট্রোলার বলা হয়। বর্তমানে বিভিন্ন সিরিজের মাইক্রোকন্ট্রোলার পাওয়া যায় এদের মধ্যে জনপ্রিয় একটা সিরিজ হচ্ছে AVR মাইক্রোকন্ট্রোলার। AVR মাইক্রোকন্ট্রোলারের উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে Atmel Corporation ।

আমরা ধারাবাহিক টিউটোরিয়ালের মাধ্যমে AVR মাইক্রোকন্ট্রোলারের বিভিন্ন বিষয়, প্রোগ্রামিং কৌশল, প্রজেক্ট তৈরি করার পদ্ধতি ইত্যাদি শেখার চেষ্টা করবো।

AVR মাইক্রোকন্ট্রোলার বাংলা ভিডিও টিউটোরিয়াল (পর্ব-৪) :: [আউটপুট পোর্টের কোন পিনকে  লজিক হাই করার নিয়ম]

টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে বা কোন মতামত থাকলে কমেন্ট করতে পারেন। পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ curious7 এ আলোচনা করতে পারেন। প্রয়োজনীয় ইলেকট্রনিক কম্পোনেন্ট কম খরচে সংগ্রহ করার জন্য Curious7 ভেরিফায়েড অনলাইন শপ projectshopbd.com এ অর্ডার করতে পারেন।

মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

সর্বশেষ প্রকাশিত