অটোক্যাড 2D এবং 3D কম্পিউটার এইডেড ডিজাইন(CAD) এর জন্য একটি কমার্শিয়াল সফটওয়্যার এবং ড্রাফটিং সফটওয়্যার। অটোক্যাড দিয়ে যেমন বড় বড় বিল্ডিং, ব্রিজ স্থাপনার ডিজাইন তৈরি করা হয় পাশাপাশি ইলেকট্রিক্যাল ওয়্যারিং, কম্পিউটার চিপ ডিজাইনের মতো কাজও করা যায়। এক সময় যখন অটোক্যাড ছিলো না ইঞ্জিনিয়াররা কাগজে বিভিন্ন স্থাপনার ড্রয়িং করতেন, যা ছিলো ট্রুটিপূর্ণ,সময় সাপেক্ষ এবং অনেক পরিশ্রমের ব্যপার। অটোক্যাড সফটওয়্যার সেই কাজকে অনেক সহজ করে দিয়েছে।
অটোক্যাড বেসিক বাংলা টিউটোরিয়াল কোর্সটির মাধ্যমে অটোক্যাড সফটওয়্যারের বেসিক বিষয় সমূহ, বিভিন্ন টুলসের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
কোন বিষয় বুঝতে সমস্যা হলে মন্তব্য করতে পারেন। ফেসবুকেও ম্যাসেজ করতে পারেন । আমার ফেসবুক আইডি https://www.facebook.com/ripon.barman.5
Thank you brother for your tutorial.