আরডুইনো বেসিক (পর্ব-৯) :: [ অটোমেটিক কুলিং সিস্টেম ]

arduino

আরডুইনো একটি ওপেন সোর্স প্রোটোটাইপিং হার্ডওয়্যার, যা ব্যবহার করে, রোবট,কন্ট্রোল সিস্টেম,সিকিউরিটি সিস্টেম তৈরি করা যায় এবং বিভিন্ন ধরণের সেন্সর নিয়ে কাজ করা যায়। বাজারে বিভিন্ন মডেলের আরডুইনো পাওয়া যায় যেমন Arduino UNO, Arduino Mega, Arduino nano ইত্যাদি। এই কোর্সে মূলত Arduino UNO নিয়ে কাজ করা হবে। Arduino UNO তে প্রধান নিয়ন্ত্রক হিসেবে থাকে একটি AVR সিরিজের মাইক্রোকন্ট্রোলার যার নাম্বার Atmega328 । Arduino UNO তে মোট ১৪ টি ডিজিটাল ইনপুট আউটপুট পিন থাকে, ৬ টি এনালগ ইনপুট পিন থাকে।

আরডুইনো বেসিক (পর্ব-৯) :: [ অটোমেটিক কুলিং সিস্টেম ]

সোর্স কোড ডাউনলোড

http://www.mediafire.com/download/iisxkhph6hurh45/arduino%28part-9%29.zip

টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে বা কোন মতামত থাকলে কমেন্ট করতে পারেন। পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ curious7 এ আলোচনা করতে পারেন। প্রয়োজনীয় ইলেকট্রনিক কম্পোনেন্ট কম খরচে সংগ্রহ করার জন্য Curious7 ভেরিফায়েড অনলাইন শপ projectshopbd.com এ অর্ডার করতে পারেন।

১টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

সর্বশেষ প্রকাশিত