একটা ওয়েব সাইটের ডিজাইন বলতে ওয়েব সাইটের বাহ্যিক রূপকে বোঝায়। একটা ওয়েব সাইটে বিভিন্ন ইলিমেন্ট যেমন টেক্সট,ইমেজ,ভিডিও ইত্যাদি কোথায় কিভাবে প্রদর্শিত হবে, কোন ইলিমেন্টে কোন রং এ দেখাবে ইত্যাদি বিষয় ওয়েব ডিজাইনের অন্তর্ভূক্ত। ওয়েব ডিজাইন শেখার জন্য HTML, CSS, jQuery এবং Photoshop সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। বর্তমান সময়ে ওয়েব ডিজাইন বলতে ওয়েব টেমপ্লেট বা থিম তৈরি করাকে বোঝানো হয়। ধারাবাহিক। ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা ওয়েব ডিজাইন সম্পর্কে ব্যবহারিক ও প্রফেশনাল দক্ষতা অর্জন করবো।
http://www.mediafire.com/download/wdw71asfol4ow8y/html-4.zip
কোন বিষয় আমাকে জানানোর জন্য মন্তব্য প্রদান করতে পারেন এর পাশাপাশি আমাকে ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন।
আপনার পরিকল্পনা, জিজ্ঞাসা, মতামত, পর্যালোচনা সবার সাথে শেয়ার করুন।প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করুন,টিমওয়ার্ক করুন, নূন্যতম প্রতিদিন দুই ঘন্টা করে কোডিং করুন।
আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাই, শুভ কামনা রইলো
nice post