সিঙ্গেল চিপ মাইক্রোকম্পিউটারকে মাইক্রোকন্ট্রোলার বলা হয়। বর্তমানে বিভিন্ন সিরিজের মাইক্রোকন্ট্রোলার পাওয়া যায় এদের মধ্যে জনপ্রিয় একটা সিরিজ হচ্ছে AVR মাইক্রোকন্ট্রোলার। AVR মাইক্রোকন্ট্রোলারের উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে Atmel Corporation ।
আমরা ধারাবাহিক টিউটোরিয়ালের মাধ্যমে AVR মাইক্রোকন্ট্রোলারের বিভিন্ন বিষয়, প্রোগ্রামিং কৌশল, প্রজেক্ট তৈরি করার পদ্ধতি ইত্যাদি শেখার চেষ্টা করবো।
টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে বা কোন মতামত থাকলে কমেন্ট করতে পারেন। পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ curious7 এ আলোচনা করতে পারেন। প্রয়োজনীয় ইলেকট্রনিক কম্পোনেন্ট কম খরচে সংগ্রহ করার জন্য Curious7 ভেরিফায়েড অনলাইন শপ projectshopbd.com এ অর্ডার করতে পারেন।
সামনে কোন এক পর্বে আলোচনা করা হবে। ধন্যবাদ
I want to learn bcz always I am a student.
ধন্যবাদ ভাই, শুবকামনা রইলো
porer video kobe diben ?
Tell details about AVR fuse bit configuration.