মাইক্রোকন্ট্রোলার বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়াল (পর্ব-১) :: [ মাইক্রোকম্পিউটার, মাইক্রোকন্ট্রোলার, মেমরী, ডিজিটাল সিস্টেম ]

মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রলার নামটির সথে আমরা কমবেশি সবাই পরিচিত। কিন্তু আমাদের অনেকেরই ধারণা মাইক্রপ্রসেসর দিয়ে শুধু কম্পিউটার তৈরি হয় আর মাইক্রোকন্ট্রোলার দিয়ে তৈরি হয় রোবট,  আর বাংলাদেশে বসে তাদের কোনটাই করা সম্ভব নয়। তাই মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রলার নিয়ে চিন্তা ভাবনা বা লেখাপড়া করে সময় নষ্ট করে কোন লাভ নেই। কিন্তু বর্তমান কালে ডিজিটাল কন্ট্রোল সিস্টেম বা অটোমেটিক কন্ট্রোল সিস্টেমের যে ব্যপক উন্নতি সাধন সম্ভব হয়েছে তার পুরো কৃতিত্বই মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রলারের। তাই আমাদেরকে  ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু কেমন করে? এই প্রশ্নটি সকলের মত আমারও, কারণ বাংলা ভাষায় মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলারের উপর তথ্যভান্ডার শুণ্যের কোঠায়। আসুন আমরা সবাই মিলে আমাদের মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির তথ্যভান্ডার সমৃদ্ধ করি। আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটা সমৃদ্ধ জ্ঞনভান্ডার সহজেই খুজে পায়। আমাদের চেষ্টা খাকবে মাইক্রোকন্ট্রলারের উপর প্রজেক্ট ভিত্তিক সহজ টিউটোরিয়ালের মাধ্যমে মাইক্রোকন্ট্রোলার টেকনোলজিকে সকলের অয়ত্বেরে মধ্যে নিয়ে আসা এবং ব্যবহারযোগ্য প্রযেক্টের মাধ্যমে আমরা প্রমান করব যে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রলার টেকনোলজিতে আমাদেরও কিছু করার আছে।

মাইক্রোকন্ট্রোলার বেসিক (পর্ব-১) :: [ মাইক্রোকম্পিউটার,মাইক্রোকন্ট্রোলার,মেমরী, ডিজিটাল সিস্টেম ]

 

 

 

৩টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

admin শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

বিভাগ সমূহ
সম্প্রতি প্রকাশিত
পাঠকের মতামত
আর্কাইভ