এ রোবটটি যেকোনো অবজেক্টকে ফলো করে চলতে পারে। আপনার স্মার্ট ফোন এ একটি সফটওয়্যার এর মাধ্যমে ইমেজ প্রসেসিং করে অবজেক্ট ট্রাকিং করা হয় তারপর ওই ডাটা ব্লুটুথ এর মাধ্যমে মাইক্রোকন্ট্রোলার কে পাঠানো হয়, এবং মাইক্রোকন্ট্রোলার সেই অনুযায়ী কাজ করে থাকে। যেমন মোটর কন্ট্রোল করে রোবটকে আগে-পিছে বা ডাইনে-বামে করা। মনে করেন আপনি একটি বল রোবটটাকে দেখিয়ে সামনের দিকে ছুঁড়ে দিলেন এখন বলটি যে দিকে যাবে রোবটটিও তার পিছন পিছন সেই দিকে যাবে।
ইউটিউব লিংক>> https://www.youtube.com/watch?v=pk7tU3–Ypw
অ্যাপ লিংক>> https://play.google.com/store/apps/details?id=com.chayan.opencvbot
আরডুইনো কোড>> https://github.com/chayanforyou/Arduino-Code/tree/master/OpenCVBot