কিউরিয়াস সেভেন এমন একটা টিম বা কমিউনিটি যার কাজ হলো প্রযুক্তিকে সকলের কাছে সহজভাবে পৌছে দেয়া। বিভিন্ন বিষয়ে যারা R&D করতে আগ্রহী বা যারা করছে , তাদেরকে সম্পৃক্ত করে একই প্লাটফর্মে নিয়ে আসার একটা প্রয়াস কিউরিয়াস সেভেন।
কিউরিয়াস সেভেনের লক্ষমাত্রা
কিউরিয়াস সেভেনের প্রাথমিক লক্ষ প্রতিবছর
১. ৭০০০ এক্সপার্ট ডেভলপার তৈরি করা
২. ৭০০ ভিডিও টিউটোরিয়াল তৈরি করা
৩. ৭০ টা ওপেন সোর্স প্রজেক্ট তৈরি করা ও ডকুমেন্ট প্রকাশ করা
৪. ৭টা কমার্শিয়াল প্রোডাক্ট তৈরি করা
কিউরিয়াস সেভেন থেকে কি কি সুবিধা পাওয়া যাবে?
কিউরিয়াস সেভেনের পক্ষ থেকে প্রযুক্তির জ্ঞানকে সহজে উপস্থাপন করার জন্য বিভিন্ন বিষয়ে ভিডিও বানানো হবে, ই-বুক লেখা হবে,কম্পোনেন্ট সরবরাহ করা হবে। বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্ট নিয়ে কাজ করা হবে। কমারর্শিয়াল প্রডাক্ট বানাতে ও মার্কেটিং করতে সহযোগিতা করা হবে।
কিউরিয়াস সেভেনে কে কে যুক্ত হতে পারবেন?
যে কেউ যারা প্রযুক্তি চর্চা করতে ভালোবাসেন , নিজে শিখতে ও অন্যজনকে শিখতে সহযোগিতা করতে পছন্দ করেন আমাদের কিউরিয়াস সেভেনের সদস্য হতে পারবেন। তাই আজই রেজিস্ট্রেশন করুন।
I like to learn web design at age of 50+! Hope u don’t disappoint me.
আমরা মনে করি শিক্ষা গ্রহণের নির্দিষ্ট কোন বয়স থাকে না , আমরা আপনাকে স্বাগত জানাই। আশা করছি, আপনিও আপনার অভিজ্ঞতা আমাদের সাথে বিনিময় করবেন। শুভকামনা রইলো ।
Good
Please Help me Project Programmer
plz countact nomber plz my no-01813135978